একই আদালতের আদেশ (প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়) বাস্তবায়ন হয়,আবার হয় না কেন--ফারুক হোসেন।


একই আদালতের আদেশ (প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়) কোনটি বাস্তবায়ন হয়,আবার হয় না, কেন??

খুষ্ট হয় এমন একটি মন্ত্রণালয়ের কর্মচারী ভেবে! একই মন্ত্রণালয়ের এক বিষয়ের আতালতের রায় সঙ্গে সঙ্গে কার্যকর হয় আবার এমন কিছু আদেশ বছরের বছর বাস্তবায়নের আলোই দেখে না।

প্রধান শিক্ষকের চলতি দায়ীত্ব(চঃ দাঃ)প্রদান কর্যক্রমের উপর স্থাগীতাদেশ প্রদান করেছেন মহামান্য হাইকোর্ট। মামলা নং-৯৪২০/১৭।
উল্লেখ্য যে, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির মহাসচীব জনাব, আলহাজ্ব মনছুর আলীর নেতৃত্বে "প্রধান শিক্ষকের চলতি দায়ীত্ব "কর্যক্রম বাতিলের আবেদন করে মহামান্য হাইকোর্টে একটি "রীট পিটিশন "দায়ের করেন। অদ্য ৫/৭/১৭ তারিখ শুনানী শেষে মহামান্য আদালত এ আদেশ প্রদান করেন।

অথচ, ২০১৪ সালের মহামান্য হাই কোর্টের একটি রায় অর্থাৎ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নিয়োগপ্রাপ্ত আইডিএ ও এডিবি প্রকল্পের জনবলের (সহকারি শিক্ষক) চাকুরীকাল প্রকল্পে নিয়োগের প্রথম যোগদান  তারিখ থেকে গণনা করে রাজস্বের জনবলের ন্যয় সবকিছু প্রদানের নির্দেশ দেন।কিন্তু সেই রায় আজও বাস্তবায়নে সূর্যের আলো দেখে নি,কেন তা মনে সহসায় প্রশ্ন জাগে??আমার এই প্রশ্নের উত্তর কি আমি আদৌ পাবো কি না তাো জানি না।,সরকারের রিভিউ আবেদন পর্যন্ত খারিজ হওয়ার পরও সেই ২০১৪ সালের রায় আদৌ বাস্তবায়ন হয় নি।এমন কি জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশ দেয়ার পরেও হিসাব রক্ষণ অফিস মানতেই নারাজ, কিন্তু কেন,কেন,কেন সবিনয় জানতে চাই সংস্লিষ্ট কর্তপক্ষের নিকট?আমরা কি তাহলে আমাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছি না?
সুতরাং আইডিএ ও এডিবি শিক্ষকদের পক্ষে মামান্য আদালতের রায় দ্রুত কার্যকর করতে সংস্লিষ্ট কর্তৃপক্ষের নিকট সবিনয়ে অনুরোধ জানাচ্ছি।
বিনীত,
মোঃ ফারুক হোসেন,সহকারি শিক্ষক,
১২নং গোপালপুর সপ্রাবি,
ঘোড়াঘাট, দিনাজপুর।

No comments

Powered by Blogger.