প্রাথমিক বিদ্যালয়ে পদোন্নতি/চলতি দায়িত্ব প্রদানে বিলম্ব কেন
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পদোন্নতি/চলতি দায়িত্ব প্রদানে বিলম্ব কেন -ফারুক হোসেন।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় যুগ্নসচিব জনাব,পুলক রঞ্জন সাহা মহোদয় স্বাক্ষরিত গত ১৪ জুন একটি আদেশ জারি করেন যাহার স্বারক নং ৩৮.০০৭.০১২.০০.০০.০০৬.২০১৬-২৫০।
এই আদেশ জারির পর নব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকগণ'র জ্যেষ্ঠতা নির্ধারণে ২০১৩ খ্রিঃ জাতীয় করণের ২ এর "খ" ধারা অনুযায়ী চাকুরীকাল গণনা করে নির্ধারণ হবে। এখন নিশ্চিত বলা যেতে পারে নবসরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক শুন্যপদে এবং তৎসঙ্গে পুরাতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক শুন্যপদে পুরাতন সহকারি শিক্ষকগণের মধ্য হতে জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতি/চলতি দায়িত্ব পাবেন। নিম্নোক্ত পত্র অনুযায়ী,যদি আমার বুঝার ভুল না হয়ে থাকে।
সেই কবে ঢাকা জেলায় প্রধান শিক্ষক চলতি দায়ীত্বের গেজেট প্রকাশ হয়েছে।বাকি ৬৩ জেলার জ্যেষ্ঠ সহকারি শিক্ষকগণ কি তবে চলতি দায়িত্ব পাবেন না?সহসায় মনে প্রশ্ন জাগে। নিম্নোক্ত পত্রের আলোকে বাংলাদেশের সকল উপজেলাতে পূর্বের সরকারি ও নবসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের শুন্যপদের তালিকা প্রেরণ করতে সবিনয়ে অনুরোধ করছি,পাশাপাশি ২০০৯-২০১৩ খ্রিঃ পর্যন্ত দু'বার প্রধান শিক্ষক ৩৫% সরাসরি নিয়োগ প্রদান হয়েছে।সে সময়ের ৬৫% কোটা আলাদা রেখে বাকি সব (পুরাতন ও নব) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুন্যপদের তালিকা অতি দ্রুত প্রদানে বাংলাদেশের সকল মাননীয় উপজেলা শিক্ষা কর্মকর্তগণের প্রতি সবিনয়ে নিবেদন রাখছি। পরিশেষে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষক শুন্যপদের ৬৫% দ্রুত পদোন্নতি/চলতি দায়িত্ব প্রদানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট একজন সহকারি শিক্ষক হিসাবে কড়জোর মিনতী রাখছি।
বিনীত
মোঃ ফারুক হোসেন
সহকারি শিক্ষক
১২নং গোপালপুর সপ্রাবি
ঘোড়াঘাট, দিনাজপুর।


Leave a Comment